Halloween Costume ideas 2015

ফরিদপুরে শোকনিয়া বিল প্রভাবশালীদের দখলে

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঝে অবস্থিত “বিল শোকনিয়া” প্রায় এক যুগ ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল জবর দখল করে ভোগ করছে বলে অভিযোগ করেছে প্রকৃত মৎস্যজবিরা। এতে প্রকৃত মৎস্যজীবিরা কর্মহীন হয়ে পড়েছে বলে দাবী অভিযোগকারীদের। যদিও উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারীভাবে ইজারা না দেয়া পর্যন্ত “জাল যার, জলা তার“ নীতিতে স্থানীয়রাই ভোগ করবে বিল। 



ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রকৃত মৎস্যজীবিদের দেয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ঘোড়াদাহ হালট থেকে প্রতাপপুর হালট পর্যন্ত ১৬ একর জায়গা অধিগ্রহন করা জমিসহ আশেপাশের ব্যাক্তিমালানাধীন অন্তত পঞ্চাশ একর জমির জলা রয়েছে। এসব জলাভুমি ১১-১২ বছর ধরে স্থানীয় প্রভাবশালী রাজ্জাক মোল্লা, মনির মোল্লা, রহমাতুল্লাহ ফকির ও রহমান সরদার গংরা দখলে নিয়ে ভোগ করছেন। তারা ওই পানিতে কাউকে মাছ শিকার করতে দেননা বলে দাবী করে অভিযোগকারীরা জা

নান, কেউ মাছ ধরতে গেলে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করা হয়। 



অভিযোগকারী বাচ্চু সরদার, আছাদ মোল্লাসহ স্থানীয়রা জানান, দখলকারীরা আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে দখল করে রাখায় কেউ প্রতিবাদ করতেও সাহস পায়না। তারা জানান, মঙ্গলকোর্ট, ঘোড়াদহ, বিলনালিয়া, বিলসোকুনিয়াসহ আশেপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ এ বিল থেকে মৎস্য আহরন করে আমিষের চাহিদা মেটাতো। এছাড়া আশেপাশের কয়েক গ্রামের শতাধিক জেলে পরিবাল মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। তাদের দাবী, মাছ ধরতে না পারায় এসব পরিবার অতিকষ্ঠে দিনতিপাত করছে। তারা অবিলম্বে এ জলাশয় উন্মুক্ত করে দেয়ার দাবী জানান। 



এদিকে দখলকারীদের একজন রহমান সরদার বিল শোকনিয়া ভোগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিল থেকে প্রাপ্ত অর্থ বিলের আশেপাশের চারটি মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হয়।



এ প্রসঙ্গে ফরিদপুরের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর তদন্তে দেখা গেছে ওই জলাশয়ের অধিকাংশই পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে বন্যার পানি নেমে যাওয়ার পর বিলটি ইজারা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি জানান, যেহেতু এখন পর্যন্ত সরকারীভাবে ইজারা দেয়া হয়নি তাই এই জলাভুমি ‘জাল যার জলা তার’ নীতিতে বিল ও খাল পাড়ের মানুষের জন্য উন্মুক্ত থাকবে। কেউ সেখানে বাঁধার সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget