ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল মৃধাপাড়ায় বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার চতুল গ্রামের আবুল খায়ের মৃধা ওরফে মনা মৃধার সঙ্গে তার চাচাতো ভাইয়ের ছেলে মনিরুজ্জামান মৃধা লিটনের ধুল পুকুরিয়া মৌজার এক খন্ড জমি নিয়ে বিরোধ ছিলো। সর্বশেষ রেকর্ড অনুযায়ী ওই জমি মনা মৃধার নামে রেকর্ড হয়। কয়েকদিন পুর্বে ওই জমিতে লিটন মৃধার নির্দেশে ভেসাল বসাতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উভয় পক্ষের প্রতিবেশী ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল জানান, তার বাড়ী থেকে মনা মৃধা ও লিটন মৃধার বাড়ী কয়েতশ গজ দুরে। মঙ্গলবার বিকালে মনা মৃধা তার (পিকুল মৃধার) বাড়ীতে এসে বিষয়টি উত্থাপন করে, কিছু সময়ের মধ্যে লিটন মৃধার নেতৃত্বে কয়েকজন এসে মনা মৃধার উপর হামলা চালিয়ে মারপির করতে থাকে। এখবর ছড়িয়ে পড়লে মনা মৃধার ছেলে ফরহাদ মৃধা এসে পিতার পক্ষ নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
গুরুত্বর আহত জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষকলীগের (একাংশের) সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মৃধা লিটনকে প্রথমে বোয়ালমারী ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এছাড়া মনা মৃধার ছেলে ফরহাদ মৃধাকেও ফরিদপুরের একটি বেসরকারী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার।
এ ঘটনায় মনিরুজ্জামান মৃধা লিটনের বড়ভাই মো. নুরইসলাম মৃধা বাদি হয়ে বুধবার বিকেলে পাঁচজনকে আসামী করে মামলা করেছেন। মামলা নম্বর-০৫।
চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, চতুল গ্রামের মনা মৃধার ছেলে ফরহাদ মৃধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুলের বাড়ির গেটের সামনে থেকে লিটন মৃধাকে কুপিয়ে মারাত্বক জখম করেছে।
আর মনা মিয়ার আরেক ছেলে রাহাত মৃধা জানান, বাবার উপর হামলার দৃশ্য সহ্য করতে না পেরে বাবাকে বাঁচাতে হামলাকারীদের প্রতিরোধ করে ফরহাদ মৃধা। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, মনা মৃধার সাথে লিটন মৃধার জমিজমা নিয়ে হামলা ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে রাতে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মনা মৃধা (৬৫), জাহাঙ্গির মৃধা (৫৫), কামরুল মৃধা (৫৫) ও রাজিব মৃধাকে (১৬) । #
একটি মন্তব্য পোস্ট করুন