Halloween Costume ideas 2015

ফরিদপুরে অনুমতি না পেয়ে কৌশলে চলছে বাণিজ্য মেলা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

 


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি পার্কের মধ্যে চলছে অনুমতিহীন মেলা। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাণিজ্য মেলা হিসেবে প্রচার প্রচারণা চালাতে না পারায় দেখা মিলছে না কাঙ্খিত সংখ্যক ক্রেতা দর্শনাথীর। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। আয়োজকরা বলছেন, বাণিজ্য মেলার আয়োজনের অনুমতি না পাওয়ায় নির্ধারিত স্থানে মেলার আয়োজন করা হয়নি, তবে নিজস্ব ব্যাক্তি মালিকানাধীন পার্কের মধ্যে দোকান বসানো হয়েছে। আর প্রশাসন বলছে, অনুমতিহীন মেলা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে আগেই। যদি বৃহস্পতিবার পর্যন্তও মেলা চলতে দেখা গেছে।

স্থাণীরা জানায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের ফ্যামিলি কিংডম এ্যান্ড ওয়াটার ওয়াল্ড পার্কে গত ০৮ সেপ্টেম্বর থেকে চলছে মাস ব্যাপী মেলা। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা অর্ধশতাধিক দোকান বসিয়েছেন দোকানীরা। প্রতিদিন রাত নয়টা পর্যন্ত চলে এ মেলা। 

এদিকে মেলায় অংশ নেয়া দোকানীরা বলছেন, বাণিজ্য মেলার নামে তাদের এখানে আমন্ত্রন জানানো হলেও বাস্তবতায় ভিন্ন চিত্র। কোথাও নেই বাণিজ্য মেলার প্রচার প্রচারণা। এতে কাঙ্খিত ক্রেতার উপস্থিতি নেই। ফলে নেই বেচা বিক্রিও। এতে চরম ক্ষতিতে পড়ছেন মেলায় আসা ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতিটি দোকান থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেয়া হয়ছে, দোকান ভাড়াসহ খরচের টাকা তোলাই যেনো দায় হয়ে পড়েছে তাদের।

যদিও মেলার আয়োজক ফ্যামিলি কিংডম এ্যান্ড ওয়াটার ওয়াল্ড পার্কে এর স্বত্ত্বাধিকারী খন্দকার ইকবাল হোসেন সেলিম জানিয়েছেন, বাণিজ্য মেলার অনুমতি চাওয়া হলেও, তা না পাওয়ায় নির্ধারিত স্থানে মেলার আয়োজন করা হয়নি।  তিনি দাবী করেন, ব্যাক্তিগত মালিকানাধীন পার্ক চালানো হচ্ছে। সেখানে দোকান বসানো হয়েছে। যদিও তার সহসাই বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি। 

এদিকে মেলার কোনো অনুমতি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি বলে জানান ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, কয়েকদিন আগেই মেলাটি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অনুমতি ছাড়া মেলা চালানোর সুযোগ নেই বলে জানান তিনি। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget