Halloween Costume ideas 2015

ফরিদপুরে বিএনপি নেতার জবর দখলে রাখা জমি ঢাক-ঢোল পিটিয়ে দখলমুক্ত করলো আদালত


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পূর্ব বি.এস ডাঙ্গী গ্রামের বাসিন্দা, বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন গং কর্তৃক জবর দখলকৃত এক একর সাড়ে সাত শতাংশ জমি দখলমুক্ত করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার দুপুরে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইনের নেতৃত্বে ঢাক-ঢোল পিটিয়ে জবর দখলে রাখা জমি দখলমুক্ত করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের উকিল কমিশনার স্বপন কুমার মজুমদার, জেলা দায়রা জজ আদালতের নাজির মোঃ রফিক উদ্দিন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দখলীয় জমিতে থাকা দু’টি স্থাপনা অপসারন করা হয় এবং জমির আগাছা কেটে উন্মুক্ত করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেয়া হয়।


উদ্ধারকৃত জমিগুলো হলো-দিয়ারা ১১ নং চরভদ্রাসন মৌজার ৭৫১ নং খতিয়ানের ৮৫৪৯ নং দাগের ১ একর সাড়ে ৭ শতাংশ জমি। যাহা উপজেলা সদরে পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের প্রধান সড়ক ঘেষে পূর্ব সীমানা পর্যন্ত বিস্তৃত।

জানা যায়, জবর দখলে রাখা এ.জি.এম বাদল আমিন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং ২০১৪ সালে বিএনপি’র পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলাকায় তার প্রভাব পতিপত্তি রয়েছে। স্থাণীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ও আট ভাই একসাথে থাকায় পুর্বে থেকেই এ.জি.এম বাদল আমিন ও ভাইদের এলাকায় ব্যপক প্রভাব রয়েছে। সেই সুবাদে এজিএম বাদল আমিন ও তার পরিবার ১৯৮৮ সাল থেকে এলাকার আটটি অসহায় পরিবারের প্রায় ২৬০ শতাংশ জমি জবর দখল করে ঘর বাড়ী নির্মান করে দখলে নেন।  

এসব পরিবারগুলো হলো- একই গ্রামের মৃত আবুল বাশার মোল্যা, মৃত আরশাদ আলী মোল্যা, মৃত মোঃ চাঁন মোল্যা, মালেক মোল্যা, মোঃ মমিন মোল্যা, মোঃ মোজাফ্ফর মোল্যা, জলিল ফকির ও খালেক মোল্যা।

এদের মধ্যে আরশাদ আলী মোল্যা গংরা বাদী হয়ে তাদের জমি ফিরে পেতে ২০০৪ সালে ফরিদপুর দায়রা জজ আদালতে ১৮/৪ নং মামলা করেন। উক্ত মামলায় বাদী পক্ষ ২০০৯ সালে প্রাথমিক ডিগ্রী এবং ২০২৫ সালের ০৪ জুন চুড়ান্ত ডিগ্রী পান। এরপর বাদী পক্ষ জারী মামলা করলে চরভদ্রাসন সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক শারমীন নাহার গত ২১ সেপ্টম্বর বাদী পক্ষকে বেদখলীয় ১ একর সাড়ে ৭ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার আদেশ দেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে কোর্টের নির্দেশনা ইস্যু করেন। সে অনুযায়ী বিজ্ঞ আদালত প্রশাসনের উপস্থিতিতে গত ২৫ সেপ্টম্বর ঢাক-ঢোল পিটিয়ে ডিক্রিপ্রাপ্তদের জমি উদ্ধার করে বুঝিয়ে দেন। 

ডিক্রিপ্রাপ্তদের একজন, মালেক মোল্লার ছেলে মেহেদী হাসান বলেন, “এলাকার প্রভাবশালী বিএনপি নেতা বাদল আমিন গংরা বিগত ৩৫ বছর ধরে আমাদের মূল্যবান জমি জবর দখল করে রেখেছিল। দীর্ঘকাল পর মাননীয় আদালত আমাদের জমি ফিরিয়ে দিয়েছেন। তাই আমরা বিজ্ঞ আদালতের কাছে চীর কৃতজ্ঞতা প্রকাশ করছি”। 

উপজেলা সহকারী কমিশানর (ভুমি) যায়েদ হোসাইন বলেন, আমরা আদালতের নির্দেশনাটি বাস্তবায়ন করতে পেরেছি এবং বেদখলীয় জমিগুলো দখলমুক্ত করে শান্তিপূর্নভাবে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছি।

এদিকে ৩৫ বছর ধরে জমি জবর দখলে রাখার বিষয়ে দখলদার অভিযুক্ত চরভদ্রাসন উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য এ.জি.এম বাদল আমিনকে মোবাইলে জবর দখলে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget