Halloween Costume ideas 2015

ছাত্র জনতার আন্দোলন জুলুমবাজদের হাত থেকে দেশকে রক্ষা করেছে- শামা ওবায়েদ



ফরিদপুর প্রতিনিধি : 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ২৪ এ ছাত্র-জনতার আন্দোলন জুলুমবাজদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে, সাধারণ মানুষ রেহাই পেয়েছে।

ভিডিও : https://www.facebook.com/reel/1148642013907689

তিনি বলেন, ১৭ বছরের অত্যাচার, জেল-হাজত, গুম, খুন রাহাজানীতে অতিষ্ঠ ছিলো সাধারণ মানুষ। হাজার হাজার নেতাকর্মী জেল খেটেছে, জুলুম অত্যাচারে বিএনপির নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। ছাত্র-জনতার আন্দোলনে রক্তপাত হয়েছে, যার ফলে বাংলাদেশের মানুষের মুক্তি মিলেছে।

শনিবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় এম.এন. একাডেমীর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নগরকান্দা উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন’ ২০২৫ উপলক্ষে আয়োজিত সমাবেশে শামা ওবায়েদ একথা বলেন। 

ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলায়োর হোসেন জিল্লুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম ছাড়াও নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget