Halloween Costume ideas 2015

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি'র ৩১ দফার প্রচারে সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়।

এ উপলক্ষে সোমবার বিকেলে আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক খুশবুর রহমান খোকনের সভাপতিত্বে  বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান বাবু, 
মধুখালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন,  বোয়ালমারী পৌর বিএনপি সদস্য সচিব ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম,  বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও এজিএস জাহাঙ্গীর আলম মুকুল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা তাদের বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল শ্রেণীর পেশার মানুষের কথা বলা আছে। তারা বলেন এই দেশের উন্নয়নের জন্য বিএনপির নেতৃত্বের বিকল্প নেই, তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান তারা। # 

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget