ফরিদপুর প্রতিনিধি :
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় হিন্দুদের কথা চিন্তা করেনি, তাদের কোন নেতাকেও সাথে নিয়ে যায়নি উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের বিএনপি'র সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি বলেন, যে হিন্দুরা হাসিনাকে প্রাণ ভরে ভোট দিয়েছে, তাদের জন্যে বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের হিন্দু সংখ্যা গরিষ্ঠ এলাকায় মডেল মন্দির তৈরি করবে।
ফরিদপুরের মধুখালী উপজেলার মতুয়া (হিন্দু) সম্প্রদায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন তিনি।
বুধবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কলাইকান্দা গ্রামে মতুয়া সম্প্রদায়ের সম্মেলনে তিনি আরো বলেন বিগত দিনে পতিত সরকার মুখে হিন্দুদের কথা বললেও, তারা সর্বদাই হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কাজ করতেন। আওয়ামী লীগের আমলে মন্দির এবং প্রতিমা ভাঙচুর করে আগুন দিয়ে বিরোধী দলের উপর দোষ চাপাতেন।
এ সময় মতুয়া সম্প্রদায়ের এই সম্মেলনে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন এলাকার হাজার হাজার মতুয়া সম্প্রদায় লোক উপস্থিত ছিলেন। #


একটি মন্তব্য পোস্ট করুন