ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে নেশা গ্রহন করে মন্ডপে এসে মাতলামি না করার হুশিয়ারী উচ্চারণ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
বুৃধবার রাতে ফরিদপুর শহরের পুর্ব গোয়ালচামট পুজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, মদের দোকান এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে, এরপরও কেউ মদ খেয়ে মাতলামি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভিডিও লিংকে : https://www.facebook.com/share/v/16xFcQgRHQ/
তিনি বলেন, আশেপাশের বিভিন্ন জেলা থেকে এবছরও ফরিদপুরে দর্শনার্থীরা আসছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করায় প্রতিদিনই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে।
এর আগে পুলিশ সুপার সদর উপজেলার আরো অন্তত ১৫টি মন্ডপ পরিদর্শন করেন। এসময় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তার সাথে ছিলেন। #

একটি মন্তব্য পোস্ট করুন