ফরিদপুর প্রতিনিধি:
জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে ১৫ মিনিটের মৌন শোক অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে ১১.১৫ মিনিট পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূটী পালন করা হয়।
ভিডিও :
এসময় জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, তাপস কুমার দত্ত, সাধারণ সম্পাদক অরুণ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার রায়, কোতয়ালী থানা কমিটির সভাপতি শিতাংশু কুমার, সাধারণ সম্পাদক এ্যাড. চিরঞ্জিব কুমার রায়, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কুমার কর্মকার, জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক গৌতম ভদ্র প্রমূখ উপস্থিত ছিলেন। #
একটি মন্তব্য পোস্ট করুন