Halloween Costume ideas 2015

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র ও ব্যাংক কর্মকর্তা নিহত



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও কলেজ ছাত্র নিহত হয়েছে। 

নিহতরা হচ্ছে উপজেলার মানিকদহ ইউনিয়নের কালীবাড়ি মানিকদহ গ্রামের আছমত আলীর স্ত্রী নারগিছ খাতুন (৩৫) ও পাশ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার হাজীপুর গ্রামের আশরাফ মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২০)।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার  সকালে  উপজেলার ফরিদপুর - বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে  নড়াইল  থেকে ছেড়ে ঢাকাগামী রোজিনা  পরিবহনের (ঢাকা মেট্রো- ব-১৩-২২১৫) ধাক্কায় ইজি বাইকে থাকা ভাঙ্গা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নারগিছ খাতুন ঘটনাস্থলেই নিহত হন। তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থল ভাঙ্গায় যাচ্ছিলেন বলে ব্যাংকের ব্যবস্থাপক মানোয়ার হোসেন নিশ্চিত করেন।  এ ঘটনায় ইজি বাইকে থাকা আরেক যাত্রী রত্না ইসলাম (২২) গুরুতর আহত হন। 

অপরদিকে একই সড়কের তালমা নামক স্থানে একটি অজ্ঞাত পরিবহনের চাপায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী মাহেন্দ্রের যাত্রী জাহিদ মোল্লা (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়। সে মাদারীপুর জেলার শিবচরের আশরাফ মোল্লার ছেলে এবং রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। #

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget