Halloween Costume ideas 2015

স্বৈরাচারের পতন হবে জেনেই আমরা ৩১ দফা দিয়েছিলাম -তারেক রহমান



ফরিদপুর প্রতিনিধি : 

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের বলেছেন, স্বৈরাচারের পতন হবে জেনেই আমরা ৩১ দফা দিয়েছিলাম। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার সুযোগ পেলে ৩১ দফার বাস্তবায়ন করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ফরিদপুরে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারকে দেশ ছাড়তে হয়েছ। বিএনপি'র প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। বিএনপি'র মতো একটি দল নির্বাচন চাইবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। জনগণের রায়ের মাধ্যমে যে সিদ্ধান্তই আসুক সেটা আমরা মেনে নেব। 

তিনি আরো বলেন, দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। একটি দেশে শুধুমাত্র প্রথম প্রধানমন্ত্রী বা মন্ত্রী-এমপি জবাবদিহি করবে না, যে কোনো সরকারী দফতর ও সকল পর্যায় থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অতীততে স্বৈরাচার সরকারের সময়ে কোন ক্ষেত্রেই কোন ধরনের জবাবদিহিতা ছিল না। সরকারের যদি জবাবদিহিতা থাকতো তাহলে দেশের হাজার হাজার কোটি টাকাপাচার করা যেতো না। 

তারেক রহমান বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলেও সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। জনগণকে আস্থা রাখতে হলে অবশ্যই জনগণের মত অনুযায়ী চলতে হবে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফরিদপুর সাংগঠনিক বিভাগের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে দিনভর চলে এ কর্মশালা।

কর্মশালার দ্বিতীয় সেশনে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে নেতাকমীদের উদ্ধেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

বিএনপি, কেন্দ্রিয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ৩১ দফা সংস্কার কমিটির সদস্য ইসমাঈল জবিউল্লাহ। 

এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সাংসদ আলহাজ্ব শাহাজাদা মিয়া, কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, কেন্দ্র্রিয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রিয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কেন্দ্রিয়, বিভাগীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক বিভাগ ফরিদপুরের অর্ন্তভুক্ত ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিটের নির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেন। #  


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget