![]() |
ফরিদপুর প্রতিনিধি :
ইসকনের অগ্রযাত্রাকে যদি রুখে দেয়া না যায় তবে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে, বাংলাদেশের সাম্রদায়িক সম্প্রিতি বিনষ্ট হবে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিস এর মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, সাম্রদায়িক, উগ্র ও জঙ্গিবাদী গোষ্ঠী ইসকনকে যদি নিষিদ্ধ না করা হয় তবে বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্চিত করতে উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই করবো।
বুধবার সন্ধায় তিনি ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদপুর জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশে আর কোনো সাইফুল ইসলাম আরিফের মতো শহীদি মৃত্যু দেখতে চাইনা। জনগণের রক্তের উপর দিয়ে কেই ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করবেন না।
তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মেগা মেগা উন্নয়নের নামে মেগা দূণীতি করেছে। ৩০ হাজার কোটি টাকার পদ্মা সেতু তৈরি করে ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। এভাবে অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে।
মামুনুল হক আরো বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দানা বাধতে শুরু করেছে, তখন সেই ফ্যাসিবাদীর প্রভুরা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতায় ফেরার দিবা স্বপ্ন দেখছে।
ভারত সরকারকে ইঙ্গিত করে মামুনুল হক বলেন, বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্ট করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের প্রশাসন ও এদশের আলেম ওলামারা নিরাপত্তা দিবে।
তিনি অবিলম্বে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার াাহ্বানও জানান অন্তবর্তীকালীন সরকারের প্রতি।
বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এ সময় সংগঠনটির কেন্দ্রিয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। #
একটি মন্তব্য পোস্ট করুন