ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের প্রবীন নাগরিক মো. মিন্টু মুন্সী (৬৫) প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত মিন্টু মুন্সীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনেরা জানান, শুক্রবার দুপুরের পর মসজিদ থেকে বাড়ী ফেরার পথে তাকে আজাদ মুন্সী এবং সেলিম মুন্সীর নেতৃত্বে প্রতিপক্ষের ৮-১০জন লাঠি সোটা নিয়ে অতর্কিতে হামলা চালিয়ে জখম করে।
তারা জানান, কিছুদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাদের গ্রুপে যোগ দেয়ার জন্যে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় গত ০৮ এপ্রিল ও ২৯ মার্চ দুই দফা হামলা চালিয়ে অন্তত ২০টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করা হয়। আহত করা হয় কয়েকজনকে।
এ ঘটনার প্রতিবাদে গত ০৯ এপ্রিল চর বাংরাইল গ্রামে নির্যাতিত ২০ পরিবার মানববন্ধন করে কোনো দল-পক্ষে যোগ না দিয়ে স্বাধীনভাবে বসবাস করার আকুতি জানান। এতে আজাদ মুন্সী ও সেলিম মুন্সী গংরা আরো ক্ষুব্দ হয়ে ফের হামলার হুমকী দেয়। পরে ১১ এপ্রিল শুক্রবার দুপুরে মিন্টু মুন্সীকে একা পেয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।
ফরিদপুরের সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতের পক্ষে অভিযোগ দিয়ে ব্যবস্থা নেয়া হবে। #
একটি মন্তব্য পোস্ট করুন