Halloween Costume ideas 2015

“ভোট ভাগ না করে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান”


ফরিদপুর প্রতিনিধি :

আওয়ামীলীগ, ভারতকে সবকিছু দিয়ে দিয়েছে উল্লেখ করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক চৌধূরী নায়াব ইউসুফ বলেন, নদী-খালসহ কোনো কিছুই ভারতকে দিতে বাদ রাখেনি আওয়ামীলীগ। তিনি বলেন, আওয়ামীলীগ নেতার দূর্ণীতির কারণেই ফরিদপুরে ছয় বছর কোনো এমপি ছিলো না। আগামীতে ভোট ভাগ না করার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। 

১২ এপ্রিল মঙ্গলবার রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য চৌধূরী নায়াব ইউসুফ একথা বলেন। 

ইউনিয়ন যুবদলের আয়োজনে সভায় কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: নান্নু মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আজিজুর রহমান’র সঞ্চালনায় বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক চৌধূরী ফারিয়ান ইউসুফ, কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান রঞ্জন ও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget