Halloween Costume ideas 2015

ফরিদপুরে দূর্গম চরে মোটর সাইকেল ভাড়া করে নিয়ে কুপিয়ে জখম


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দূর্গম চরাঞ্চল চর হরিরামপুরে মোটরসাইকেল ভাড়া করে নিয়ে চালক মো. লিটন মোল্লাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে স্বজনরা তাকে দূর্গম চরাঞ্চল থেকে উদ্ধার করে রোববার সন্ধায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

আহত লিটম মোল্লার বাড়ী জেলার চরভদ্রাসন উপজেলার ছমির ব্যপারীর ডাঙ্গী গ্রামে। সে চরাঞ্চলে মোটর সাইকেল ভাড়ায় চালিয়ে জবিকা নির্বাহ করতো। 

আহতের বড় ভাই রুবেল মোল্লা জানান, চর হরিরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনের সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা রফিক ব্যপারী স্থাণীয় আদিপত্ত নিয়ে বিরোধ রয়েছে। আহত লিটন মোল্লা বর্তমান চেয়ারম্যানের সমর্থক। রোববার দুপুরে আখের আলীর খেয়া ঘাট থেকে অপরিচিত যুবক হরিরামপুরে যাওয়ার উদ্ধেশ্যে একশ টাকায় মোটর সাইকেল ভাড়া করে নিয়ে যায়। মোটর সাইকেল নিয়ে হরিরামপুর পৌছানো মাত্র পুর্বে থেকে ওৎ পেতে থাকা রফিক ব্যপারীর সমর্থকরা অতর্কিতে হামলা চালায়। এসময় বেধড়ক পিটুনি ও কুপিয়ে গুরুত্বর জখম করা হয় তাকে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে সন্ধায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দেয়া হয়।

অভিযুক্ত রফিক ব্যপারীর মোবাইলে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল বন্ধ ছিলো।

তবে হামলার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গফফার জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget