ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ-উল-মাহমুদ এর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশ, ফায়ার ও পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ আরিফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর সমম্বয়ে গঠিত একটি টিম কর্তৃক ফরিদপুর জেলার সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। বুধবার মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক টিপু সুলতান উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত ৩ (তিন) টি ইটভাটা থেকে সাড়ে চার লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ইটভাটার আগুন ও কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা করা হয়েছে। এসময় ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরো জানান, সদর উপজেরার বাহির দিয়ার মেসার্স ফ্যানকো ব্রিকস্ ইন্ডা: (এফবিআই) স্বত্বাধিকারী অনিল কুমার এবং শিবরামপুর এলাকার পি এম বি ব্রিকস্ এর স্বত্বাধিকারী মোঃ ফিরোজ খাঁন গোপালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া সদর উপজেলার মুরারীদহ এলাকার মেসার্স এ আর এম ব্রিকস্ এর স্বত্বাধিকারী মোঃ এনামুল তারিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাঈদ আনোয়ার জানান, ফরিদপুর জেলার অবৈধ ইটভাটা ও পরিবেশ দূষণকারী সকল কারখানা/প্রকল্পের বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রশাসনের সহায়তায়, পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। #
একটি মন্তব্য পোস্ট করুন