ফরিদপুর প্রতিনিধি :
পরিচ্ছন্নতা কর্মসহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকরাই এই দেশকে উন্নয়নের শিখরে নিতে ভুমিকা রাখছেন, তাই একটি পরিচ্ছন্ন দেশ গঠনে শ্রমিকদের উন্নয়নেও কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের ষ্টেশন এলাকায় মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর শহর পরিচ্ছন্ন শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি শ্রমিকদের জীবন মানের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ফরিদপুর মহানগর বিএনপির ১৭ নং ওয়ার্ডের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ও ফরিদপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোজাফফর আলী মুসাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
একটি মন্তব্য পোস্ট করুন