Halloween Costume ideas 2015

দূর্যোগ প্রবণ ডিক্রিরচরে শোক দিবস পালন যেভাবে...

 

ফরিদপুর প্রতিনিধি :
প্রাকৃতিক দুর্যোগ প্রবণ পদ্মার চরাঞ্চল ফরিদপুর সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নে জাতীয় শোক দিবস পালনে পৃথক প্রস্তুতি সভা করেছে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ। রোববার দুপুরে ডিক্রিরচর ইউপি কার্যালয়ে ও বিকালে ধলার মোড় ঘাট এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ প্রস্তুতিসভা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান মিন্টু ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সচিব ইফতেখার আহমেদ, ইউপি সদস্য মনোয়ার ফকির, মোঃ জলিল মন্ডল, মোঃ মিন্টু মিয়া, মোঃ আবুল হাসান মন্টু, মোসাঃ হাসিনা বেগম, মোসাঃ মনোয়ারা পারভীন, মোসাঃ হাসিনা পারভীনসহ নেতৃবৃন্দ। সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের উদ্ধেশ্যে জাতীয় কর্মসুচীতে অংশগ্রহনের পর আলোচনা সভা, দুপুরে মিলাদ এবং দোয়া মাহফিল ও বিকালে কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হবে।

অপরদিকে বিকালে উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান ফজল। এসময় ইউ,পি চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির, ছাত্রলীগ নেতা শিপন মোল্যাসহ প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দবক্তব্য রাখেন। জাতীয় শোক দিবস পালনে ওই দিন ইউনিয়নের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহ্ফিল, এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনসহ দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান ফজল চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানান। তবে, চক্রান্তকারী লুটেরাদের কৌশলী অপপ্রচারের ভিত্তিতে কোন নীরিহ বা নিরপরাধি আওয়ামীলীগার যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাথার অনুরোধ জানান। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget