Halloween Costume ideas 2015

ফরিদপুরে মাস জুড়ে ন্যায্য মূল্যের বাজার চালু



ফরিদপুর প্রতিনিধি :

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ফরিদপুরে চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। রোববার বেলা ১১টায় শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে এ বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লা। জেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগীতায়, ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ বাজারের উদ্বোধন কালে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

উদ্বোধন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম মোল্লা জানান, রমজানে মানুষ যাতে ন্যায্য মূল্যে পন্য কিনতে পারে, সে লক্ষ্যে মাস ব্যাপী চলবে এ আয়োজন। শুধু জেলা নয় সকল উপজেলায়ও ন্যায্য মূল্যের বাজারের আয়োজন করা হয়েছে। তিনি জানান, এ বাজারে পন্য ক্রেতা বা বিক্রেতাকে কোনো ধরনের টোল দিতে হবে না। এ বাজার আয়োজনের মাধ্যমে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলে মনে করেন জেলা প্রশাসক।

এদিকে এ বাজারে পন্য বিক্রয়ে অংশ নেয়া কৃষক ও উদ্যোক্তাদের দাবী, শুরুতেই এ বাজার মানুষে মাঝে সাড়া ফেলেছে। সকাল থেকেই ছিলো ক্রেতাদের ভিড়। ভিলেজ মিল্ক লিমিটেড এর সত্ত্বাধিকারী মোসা. পারভীন আক্তার জানান, প্রতি কেজী গরুর মাংস ৬৮০ টাকায়, দুধ ৭৫ টাকায়, ডিমের হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য পন্যের মূল্যও কম রয়েছে।

আর এদিকে টাটকা সবজী ও নানা পন্য ন্যায্য মূল্যে পেয়ে খুশি ভোক্তারা। তারা বলছেন, বাজারের থেকে মূল্য যেমন কিছুটা কম, তেমনি ঝামেলা ছাড়াই পছন্দের পন্য কেনাকাটা করা যাচ্ছে। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget