Halloween Costume ideas 2015

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার এবং ষড়যন্ত্রের অভিযোগ ও প্রতিবাদ


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মেহেদী হাসান মিন্টুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করা হচ্ছে দাবী করে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী এবং স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে ত্যাগী আ.লীগ পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে দাবী করে বক্তব্য রাখেন ডিক্রিরচর আ.লীগের সাবেক সভাপতি প্রবীন আ.লীগ নেতা ফজলুর রহমান ফজল, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক হায়দার খান, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা আলমগীর ফকির ও ফরিদপুর জেলা আ.লীগের রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম সামসুদ্দিন মোল্যার পুত্র ছাত্রলীগ নেতা শিপন মোল্যা প্রমূখ। বকাতারা বলেন মিন্টু চেয়ারম্যানের পরিবার বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হামলা-মামলা, কারাভোগের শিকার হয়েছে। আর আ.লীগ সরকার আমলেও হাইব্রিড দ্বারা লাঞ্ছিত, শোষিত।

এদিকে মানববন্ধনের কিছু সময় পর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি বলে, রুবেল-বরকত বরাবরই আমাকে কোনঠাসা করে রাখার চেষ্টা করেছে। রাজনৈতিকভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে একের পর এক। আমাকে জিম্মি করে আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে ২৫ লক্ষ টাকা চাঁদা নিয়েছে। এখন আমার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো। এতদিন কথা বলেননি কেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারাতো দেখেছেন, লিখেছেন হাতুরি বাহিনী, হেলমেটবাহিনীর নির্মম অত্যাচারের কথা। জীবনের ভয়ে কথা বলতে পারিনি সেদিন। তারপরও সাংবাদিকদের লেখার জন্য আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দুর্নীতি বিরোধী অভিযান শুরু করার জন্য দলীয় সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget