ফরিদপুর প্রতিনিধি :
গ্রামের দরিদ্র নারীদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নারীদের হাতে শাড়ী তুলে দিয়েছেন ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব।
রোববার সকালে গুনবহায় ইউনিয়নের সাড়ে তিন শত নারীর হাতে শাড়ী তুলে দেন ব্যবসায়ী আবুল বাশার বিপ্লব। এসময় গুনবহা ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামসহ স্থাণীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
আবুল বাশার বিপ্লব বলেন, গ্রামের সাধারণ নারীরা পরিবারের জন্য নিবেদিতভাবে শ্রম দেবার পরেও অনেক সময় দেখা যায় তারাই ঈদসহ যে কোনো উৎসবে পরিধেয় বস্ত্রটি নিতে পারেননা সংসারের অনটনের কারণে। এসময় মায়েদের মুখে হাসি ফোঁটাতেই এ প্রচেষ্টা। তিনি জানান, শাড়ী বিতরনছাড়াও এসব নারীদের মাংশ ভাত খাইয়ে আপ্যায়ন করা হয়। #
একটি মন্তব্য পোস্ট করুন