ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার সাদীপুরে বন্যা নিয়ন্ত্রন বাঁধের ২২মিটার জায়গা ধ্বসে পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয়রা জানান, শনিবার বিকাল থেকেই বাঁধের ওই অংশে নিচ দিয়ে চুইয়ে পানি প্রবেশ করছিলো, রোববার সকালে হঠাৎ করেই ফাঁটল ধরে তা বড় হতে থাকে এক পর্যায়ে বাঁধের ২২মিটার এলাকা ভেঙ্গে পানি প্রবেশ করতে থাকে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুততম সময়ে তা মেরামতের ব্যবস্থা করি। তিনি জানান, পানির চাপ কমে যাওয়ায় ভাঙ্গন বাড়ার শংকা নেই, আজকের মধ্যে বাঁধ মেরামত করা সম্ভব হবে বলেও তিনি দাবী করেন।
উল্লেখ্য, রোববার পদ্মার পানি ফরিদপুর গোয়ালন্দ পয়েন্টে ২৪ ঘন্টায় এক সেন্টিমিটার কমে বিপদসীমার ১০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। #
একটি মন্তব্য পোস্ট করুন