Halloween Costume ideas 2015

ভাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আনসার-ভিডিপির বৃক্ষরোপন অভিযান


ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন  উপলক্ষ্যে আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বহিনীর আয়োজনে বৃক্ষরোপন অভিযান-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।  রবিবার সকালে ভাঙ্গা উপজেলা আনসার-ভিডিপি অফিস চত্বরে  ফলদ ও ভেষজ গাছের চারা রোপনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপি কমান্ডার(ভারপ্রাপ্ত) ফজিলাতুন্নেছা বেগম। উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার সাইদুজ্জামান,সহকারী কমান্ডার জামাল ভ’ইয়া,ইউ,পি ভিডিপি দলনেতা রুবেল খান, হাফিজুর রহমান,রাজিব খান,নাজনীন আক্তার,ইউ,পি আনসার কমান্ডার বাদল মাতুব্বর,সহকারী কমান্ডার ইউনুস মাতুব্বর,মহিলা আনসার কমান্ডার সোনিয়া আক্তার,শামীমা বেগম সহ আনসার ভিডিপি ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ।অনুষ্ঠানে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপনের চলমান কর্মসূচীর আওতায় অফিস চত্বর ও আশপাশে ফলদ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget