স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগ বিদেশীদের আনুকুল্য নিয়ে কীভাবে এদেশের মানুষের ভোটাধিকার লুট করে ২০১৪ ও ২০১৮ সালের মত নির্বাচনের প্রহসন করে আবার কিভাবে ক্ষমতায় যাওয়া যায় সেই হিসাব করছে। ফরিদপুর মহানগর বিএনপি আয়োজিত অবৈধ,লুটেরা,ফ্যাসীবাদী সরকারের পদত্যাগের একদফা দাবীতে 'কালো পতাকা গণমিছিল' পূর্ব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। শনিবার দুপুর সাড়ে এগারোটার দিকে শহরের কাঠপট্টি এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফরিদ শাহ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহমেদ আজম খান বলেন, কয়েকদিন আগে ভারতের আনুকুল্য নিতে আওয়ামী লীগের একটি টিম গিয়েছিল সেখানে। সরকার প্রধান বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার ব্রিকস সম্মেলনে গিয়েছিলেন।
আমরা দেখেছি, চায়নার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি সাহায্য চেয়েছেন। তিনি ব্রিকসের সম্মেলনে মিলিয়ন ডলার খরচা করে ব্যার্থ হয়ে ফিরে এসেছেন ব্রিকসের সদস্য হতে পারেন নাই। বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, গত এক দেড় বছরে আমরা সরকারকে বার্তা দিয়েছি, বাংলাদেশের মানুষ ২০১৪ ও ২০১৮ সালে ভোট দিতে পারে নাই। আগামী নির্বাচনে তারা ভোট দিতে চায়। কিন্তু সরকার আমাদের কথা শুনে না। সরকার ১৪' এবং ১৮'র মত আরেকটি নির্বাচন করে জনগণের ভোট লুট করে নিতে চায়। আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য আজম খান বলেন, আপনারা বলে থাকেন আপনারা অনেক উন্নয়ন করেছেন। তাহলে তো ভোটে আপনাদের ভয় থাকার কথা নয়। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা করুন।
সংবিধানের বিষয়ে আলোকপাত করে আহমেদ আজম খান বলেন, বর্তমান সরকার বলে আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করব। এখানেও আমরা বলেছি, আপনারা সংবিধান মানেন না। কারণ,২০১৪ সালের ভোট ছাড়া নির্বাচন ও ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনের কথা তো সংবিধানে নেই।সংবিধানের কথা বলে আবার জনগণের ভোট লুট করবেন ওটা জনগণ হতে দেবে না। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, মানুষ তিনবেলা খেতে পরতে পারে না, অর্থনীতির অবস্থা খারাপ। আগে যারা তিনবেলা খেতো এখন তারা দুইবেলা খায়। যারা দুইবেলা খেতো এখন একবেলা খায়। মানুষ নি:স্ব হয়ে গেছে।দেশে নতুন করে চার কোটি লোক দরিদ্র হয়েছে।এটাই এই সরকারের উন্নয়ন। এত উন্নয়ন আপনারা করে থাকলে একটা নিরপেক্ষ নির্বাচন দিতে এত ভয় কেন?
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী , সদস্য সচিব একে কিবরিয়া। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম। দুপুর বারোটা দশ মিনিটের দিকে শহরের কাঠপট্টির জেলা বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা ও গণমিছিল শুরু হয়ে থানার মোড়, জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক ধরে আলীপুর মোড় হয়ে আলীপুর গোরস্তানের কাছে নওয়াব আলী টাওয়ারের কাছে গিয়ে দুপুর সাড়ে বারোটার দিকে শেষ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন