ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাদ্রাসা ছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় দুইজন রোগী করোনায় শনাক্ত হলো। তার বাড়ি উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামে। আক্রান্ত ব্যক্তি (২০) ঢাকার কামরাািঙ্গর চর একটি মাদ্রাসায় পড়ালেখা করে; সেখান থেকে গত ২২ এপ্রিল মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারসহ গ্রামের বাড়িতে আসে।
জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম দুইদিন আগে ওই ব্যক্তিসহ পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (৩০.০৪.২০) সন্ধ্যায় ফরিদপুর সিভিল সার্জন ওই ব্যক্তির কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ দ্রুত ওই গ্রামে গিয়ে বাড়িটি লকডাউন করেন। এ সময় বাড়ির আশেপাশের দুইটি বাড়িও লকডাউন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ব্যক্তির কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি জানার পর রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান ও আমি আক্রান্ত ব্যক্তির বাড়িটি ও আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করি। তবে রোগির অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতেই রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত- বোয়ালমারী উপজেলায় প্রথম করোনা রোগি গত বৃহস্পতিবার সকালে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন