Halloween Costume ideas 2015

ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আব্দুর রহিম মিয়ার ২৯তম মৃত্যু বাষির্কী বুধবার নানা আয়োজনে পালিত হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে বাদ ফজর পবিত্র কোরআন শরীফের খতম,কালেমা শরীফের খতম, মিলাদ ,দোয়া মাহফিল ও মরহুম আব্দুর রহিম মিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দুপুরে সাবজুন্নেছা মহিলা মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আব্দুর রহিম মিয়া প্রতিষ্টিত আলীপুর দারুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হবে।

ফরিদপুরে আশির দশকের শীর্ষ ব্যবসায়ী ও বরেণ্য সমাজ সেবক আব্দুর রহিম মিয়া ডাঃ মোঃ জাহেদ মেমোরিয়াল শিুশু হাসপাতাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি, ফরিদপুর মুসলিম মিশন, চকবাজার জামে মসজিদ, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল,সাবজুন্নেছা মহিলা মাদ্রাসা,মসজিদসহ ফরিদপুরের বিভিন্ন সমাজসেবামুলক প্রতিষ্টানের উন্নয়নের সাথে জড়িত ছিলেন।

আব্দুর রহিম মিয়া ১৯৯৫ সালের ২৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর শহরের আলীপুরস্থ্য নিজবাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে  ৫ মেয়েসহ বহু আত্মিয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এদিকে ২০০৩ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকার সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী লুৎফুননেছা  ইন্তেকাল করেন। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget