Halloween Costume ideas 2015

ফরিদপুরে সুস্থ জীবন গড়ার আহ্বানে পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে সুস্থ জীবন গড়ার আহ্বানে রিক্সা ও অটো শ্রমিকদের মধ্যে পরিস্কার (নতুন) পোষাক বিতরণ করা হয়েছে। এছাড়া দিনভর বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগন এসময় স্বাস্থ্য সেবা প্রদান করেন।

মঙ্গলবার সকাল থেকে রাত পর্য ন্ত নানা কর্ম সূচীর আয়োজন করে বিশ্ব মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অঙ্গিকারে এক  বছর আগে যাত্রা শুরু করা বি-৭১ ডায়াগনস্টিক সেন্টার। 



প্রতিষ্ঠানটি শহরের নীলটুলিস্থ মুজিব সড়কের কার‌্যালয়ে সকাল থেকে সন্ধা পর্যন্ত নানা সামাজিক কর্মসূচী পালন করে।  ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে দেড় শতাধীক মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ তাদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।


এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বি-৭১ গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম সুমন, বি-৭১ ডায়াগনস্টিক সেন্টারের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। 

তারা বলেন, সাংবিধানিকভাবে স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু আমাদের সম্পদ সীমিত হওয়ায় ইচ্ছা থাকা সত্তেও রাষ্ট্র প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। #

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget