ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী গ্রামের স্থানীয় সরকার বিভাগের নির্মাণ করা একটি এইচবিবি (ইটের) সড়কের ইট তুলে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটকে দেয়। শনিবার দুপুরে ইটগুলো আটকে দেয়ার পর পুলিশে খবর দিলে পুলিশ তা জব্দ করে। এদিকে এ ঘটনার পর দুই দিন পেরিয়ে গেলেও সোমবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত মামলা হয়নি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ইটগুলো স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখা হয়। তিনি জানান, সড়কটি স্থানীয়র সরকার বিভাগের, তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হলেও অদ্যবদি তারা কোনো অভিযোগ দেয়নি।
স্থানীয়দের দাবী, ইট লুটের সাথে নদী বন্দর এলাকার প্রভাবশালীদের সাঙ্গপাঙ্গরা জড়িত, তাই প্রশাসনের কর্তা ব্যাক্তিরা বিয়টি ইেড়য়ে যেতে পারেন বলে ধারণা তাদের।
যদিও ফরিদপুর সদর উপজেলা প্রকৌশলী দেবাশিষ বাকচী জানান, সোমবার দুরুরে ওই সড়ক পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচরা করে সিদ্ধান্ত নেয়া হবে।
আর ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম জানান, বিষয়টি জানার পরই ইপজেলা প্রকৌশলীকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, দূর্গম পদ্মার চরের মানুষের জীবন যাত্রায় স্বস্তি ফেরাতে কয়েক বছর আগে নাজির বিশ্বাসের ডাঙ্গী চরের গোরস্থান মসজিদ থেকে পালডাঙ্গী পর্যন্ত এইচবিবি (ইটের) সড়ক নির্মাণ করা হয়। কয়েকদিন ধরে সেখান থেকে ইট তুলে নিয়ে যাওয়া হচ্ছিলো।
শনিবার দুপুরের দিকে ইট তুলে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় তা এলাকাবাসীর নজরে আসলে ট্রলারের ইটগুলো আটকে দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। #
একটি মন্তব্য পোস্ট করুন