ফরিদপুরপ্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের যুবদল নেতা মো. নুর আলম রনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করে। তার অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ফরিদপুর-১আসনের সাবেক সাংসদ ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় প্রয়ত যুবদল নেতা নুর আলম রনির আড়পাড়া গ্রামের বাড়ীতে হাজির হয়ে তার স্ত্রী ফাতেমার হাতে আর্থিক সহয়তা হিসেবে এক লক্ষ টাকার চেক তুলে দেন খন্দকার নাসিরুল ইসলাম।
এ সময় খন্দকার নাসিরুল ইসলামের সাথে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল আলীম মানিক, বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিল্টন, জেলা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা কুষকদলের সদস্য সচিব তারভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইউনিয়ন যুবদল নেতা নুর আলম রনি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাবা, মা, স্ত্রী, এক কন্যা ও তিনটি পুত্র সন্তার রেখে অকালে মৃত্যুবরন করেন। #
একটি মন্তব্য পোস্ট করুন