Halloween Costume ideas 2015

ফরিদপুরে আ’লীগ নেতা, ইউপি চেয়ারম্যানকে দূর্ণীতিবাজ আখ্যা দিয়ে অপসারণ দাবী



ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সহিদুল ইসলাম মজনুর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের উপর হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ নানা ধরনের নির্যাতনের অভিযোগ তুলে অপসারণ দাবী করেছে ভুক্তভোগীরা। 

মঙ্গলবার দুপুরে উপজেলার ঈশান গোপালপুর বাজারে ভুক্তভোগী কয়েকশত মানুষ মানববন্ধন করে চেয়ারম্যান সহিদুল ইসলাম মজনুর বিরুদ্ধে নানা ধরনের অন্যায় অপকর্মের ইতিহাস তুলে ধরে তদন্ত সাপেক্ষে ন্যয় বিচার দাবী করেন। 

তারা দাবী করেন, সহিদুল ইসলাম একই সাথে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি থাকায় ক্ষমতার অপব্যবহার করে ভিন্ন মতাবলম্বীদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অনেককে মিথ্যা ধর্ষন ও হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করেছে। তার (চেয়ারম্যান) অত্যাচারের ভয়ে অনেকে গ্রামছাড়া দাবী করে মানববন্ধনকারীরা সড়কের পাশের অর্ধশত বড় বড় গাছ জোর খাটিয়ে কেটে নেয়ার অভিযোগও করেন চেয়ারম্যানের বিরুদ্ধে। 

তারা আরো জানান, চেয়ারম্যানের মত অনুযায়ী না চললে ইউনিয়নের কোনো নাগরিক তাদের নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ সব ধরনের নাগরিক সুবিধা থেিেক বঞ্চিত করা হতো। তাই বর্তমানে আত্মগোপনে থাকা চেয়ারম্যান সহিদুল ইসলাম মজনুকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবী জানান মানববন্ধনকারীরা। 

মানববন্ধনে স্থানীয় প্রবীন নাগরিক ওয়ালিউল্লাহ পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য সেকেন বিশ্বাস, স্থানীয় বাজার কমিটির সাধারণ সম্পাদক সিরাজ কবিরাজ, স্থানীয় বাসিন্দা সিদ্দিক মোল্লা, আব্দুল্লাহ শেখ ও বিলা শেখ বক্তব্য রাখেন। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget