Halloween Costume ideas 2015

আওয়ামীলীগ নির্বাচনী ইস্তেহার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে –মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী



ফরিদপুর প্রতিনিধি :

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি বলেছেন, আমাদের (আওয়ামীলীগের) যে নির্বাচনী ইস্তেহার ঘোষিত হয়েছে সেই ইস্তেহার পূর্ণাঙ্গভাবে আমরা বাস্তবায়ন করবো। ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় শনিবার বিকালে ফরিদপুরের ইমাম উদ্দিন স্কয়ারে ফরিদপুর জেলা আওয়ামীলীগের দেয়া এক গণসংবর্ধণা সভায় তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারলে নিশ্চই এই দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে, সত্তিকার অর্থেই স্মার্ট বাংলাদেশ হবে। তিনি আরো বলেন, নির্ভাচন অংশগ্রহনমূলক করার লক্ষে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তাদের যারা ফেল করেছেন তারা অথর্ব, আর যারা পাশ করেছেন তারা টাকার পাহাড় ছিটিয়ে নির্বাচিত হয়েছেন।

তিনি ফরিদপুরকে সন্ত্রাসমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যায় বার বার ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে, আওয়ামীলীগের একজন সৈনিক জীবিত থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হবেনা। 


বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান বক্তব্য দানকালে ফরিদপুরকে তিনি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে পরিকল্পিতভাবে পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া যারা নানা প্রলোভনে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন তাদের দলের মুল ধারায় ফিরে এসে ঐক্যবদ্ধ হয়ে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে সবাইকে একই ছাতার নিচে থেকে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। 

ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি শ্যামল ব্যানাজী, সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম নাছিরসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget