Halloween Costume ideas 2015

ফরিদপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি : 

ফরিদপুরে এলজিইডির প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজেস (ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে) স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর আয়োজনে ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা’ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর এলজিইডির বাস্তবায়নে সোমবার সকালে শহরের বদপুরস্থ এলজিইডি অফিসের কামরুল ইসলাম সিদ্দিক হলে এ সভা অনুষ্ঠিত হয়। 



এ সময় সাপোর্টিং রুরাল ব্রীজেস’র ফরিদপুর অঞ্চলের এ্যাডভোকেসী কাউন্সিলর কাজী আনিসুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এলজিইডি, ফরিদপুর অঞ্চলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শহিদ, নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খান, এসডিসি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুর হাদী সাব্বির, একাত্তর টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম টিটু, এসডিসি’র প্রোগ্রাম অফিসার নাজনীন আক্তার ও স্নিগ্ধা আক্তারী প্রমুখ। এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের কথা তুলে ধরে বক্তারা জেন্ডার সহিংসতা নিরসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান। 

এ বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠিকে সচেতন করার পাশাপাশি নারী এবং পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা জরুরী বলে মনে করেন বক্তারা। এ সময় জেন্ডার সহিংসতা প্রতিরোধে নাগরিক পরীবিক্ষণ ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিতে একটি নাগরিক নেটওয়ার্ক গঠনের বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। একই সাথে কর্মক্ষম নারীকে বেশি করে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করে আর্থসামাজিক ক্ষমতায়ণ করতে পারলে নারীর প্রতি সহিংসতা কমবে বলে মনে করেন তারা। 

এ ছাড়াও পুরুষের পাশাপাশি নারী শ্রমিকের ন্যায্য অধিকার, মজুরী ভাতা, নারী শ্রমিকদের নিরাপত্তা, সেইফটি সিকিউরিটি এবং কর্ম পরিবেশ নিশ্চিতের উপর জোর দেন বক্তাগণ। এ সময় এলজিইডি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, কর্ম পরিবেশ তৈরি, নারী শ্রমিকদের কাজের সুবিধা, পরিবেশ সৃষ্টি ও প্রতিবন্ধকতা বিষয়ে এলজিইডির বিভিন্ন উদ্যোগ সভায় তুলে ধরা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget