Halloween Costume ideas 2015

ভাঙ্গায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন


ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাজারে জনগনের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে ইসলামী ব্যাংকের এক এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।সোমবার বিকেলে  ব্যাংকের এজেন্ট  খন্দকার ট্রেডার্সের স্বত্তাধিকারী খন্দকার সাইদুজ্জামান লিটুর আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা অংশগ্রহন করেন।  ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখার ব্যবস্থাপক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী  রবিউল ইসলাম।  শাখার ব্যাংকের ব্যবস্থাপক আবু তাহেরের সঞ্চালনায়  আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুজ্জামান, বশির আহমেদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget