Halloween Costume ideas 2015

জমদুতের মত হাজির নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পালাবি কোথায়?



 চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আইন অমান্য করে বালু উত্তোলন করার অপরাধে দুই ব্যাবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা,দুই হাজার ফুট পাইপ ধ্বংস ও আনলোড মেশিন জব্দ করা হয়েছে। ১৩জুলাই সোমবার উপজেলার গাজিরটেক ইউনিয়নের নুতন দোকান,সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী,ম্যাজিস্ট্রেট বাড়ী ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় দিন ব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার।এ অভিযানের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইমদাদুল হক তালুকদার বলেন ‘স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অবৈধ বালু উত্তোলন ড্রেজার জব্দ করতে গত কয়েকদিন নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কোন ড্রেজার পাওয়া যায়নি।

সোমবার সকালে ও বিকেলের দিকে উপজেলার পদ্মা নদী সহ বিভিন্ন স্থানে অভিযান চলিয়ে দুই হাজার ফুট পাইপ ধ্বংস,এমপি ডাঙ্গী এলজিইডির রাস্তা ফুটো করে সরকারি রাস্তায় অনুপ্রবেশের দায়ে শেখ আব্দুল কুদ্দুসকে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ)আইন ২০০৯এর ৮৯(২) ধারা মোতাবেক ও একই আইনের তফসিল ৫এর ৫নং অপরাধ করায় ১৫হাজার টাকা অর্থদন্ড করা হয়।একই আইনে মেজিস্ট্রট বাড়ী সংলগ্ন সরকারি রাস্তায় বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে মোঃ হায়দার হোসেকে ৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া উপজেলার জাকেরের সুরা ভাংগার মাথা নামাক স্থান হতে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যাবসায়ী কেএম ওবায়দুল বারী দিপু খান এর একটি আনলোড মেশিন রাষ্ট্রের অনুকুলে জব্দ করা হয়েছে।অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এসিল্যান্ড’।অভিযানে থাকা অন্যরা হলেন ভূমি অফিসের অফিস সহকারী মোঃ মানোয়ার হোসেন ও চরভদ্রাসন থানা পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget