ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকারের আন্তরিক প্রচেষ্টায় করোনাক্রান্ত ডাক্তার শফিকুর রহমানকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আজ বিকেল ৪ টা ৫ মিনিটে ফরিদপুর নদী গবেষনা ইন্সটিটিউট হেলিপ্যাড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার এ্যাম্বুলেন্স। এর আগে ডাক্তার শফিকুর রহমানকে এ্যাম্বুলেন্স যোগে নদী গবেষনা ইন্সটিটিউটে নেওয়া হয়।
ডাক্তার শফিকুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান। তিনি গত ৬ জুলাই, ২০২০ ক্রিস্টাব্দে করোনা আক্রান্ত হন। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। আজ শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। বিষয়টি অবগত হলে ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার এয়ার এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন