ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর চাকা ফেটে মাইক্রোবাস খাদের পানিতে পড়ে গেলে চারজন সংবাদকর্মীসহ ছয়জন আহত হয়েছেন। সকাল এগারোটার সময় এদুর্ঘটনা ঘটে।
আহত সংবাদকর্মীরা হলেন একাত্তর টিভির ফরিদপুর প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো, যমুনা টিভির প্রতিনিধি তারিকুল ইসলাম হিমেল, বাংলা টিভির প্রতিনিধি এহসান উদ্দিন রানা ও এনটিভির প্রতিনিধি সঞ্জিব দাস।

এছাড়া মাইক্রোোবাসের চালক ও দুর্ঘটনার সময় সড়কের পাশে থাকা জনৈক ভ্যান চালক আহত হন।
আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের উদ্ধেশ্যে ফরিদপুর থেকে বোয়ালমারীতে যাচ্ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন