Halloween Costume ideas 2015

শ্রীপুরে 'বাংলাদেশের অভ্যুদয়' দেয়াল ম্যুরাল উদ্বোধন


মোঃ জুয়েল রানা, মাগুরা :

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বুধবার বিকেলে মনোমুগ্ধকর চিত্রকলাখচিত 'বাংলাদেশের অভ্যুদয়' নামীয় ম্যুরাল উদ্বোধন করা হয়েছে । মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ নবনির্মিত এ ম্যুরাল উদ্বোধন করেন । 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসলাম সারোয়ার, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম রাজু, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন প্রমুখ । 

উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিনের সহযোগিতায় নির্মিত এ ম্যুরালটির পরিকল্পনা ও বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার । 

পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। #


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget