Halloween Costume ideas 2015

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস



মোঃ আলীমুল সোবহান, মাগুরা :

মাগুরায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও অবসরপ্রাপ্ত সহকারী স্বাস্থ্য পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস মঙ্গলবার সকালে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। 

দুপর ২ টায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গার্ড অব অনার প্রদান করা হয় । বাদ আসর মদনপুর মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে মদনপুর কবরস্থানে দাফন করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget