Halloween Costume ideas 2015

মাগুরায় পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

 


মোঃ জুয়েল রানা, মাগুরা :

পুলিশ লাইন্স ড্রিল শেডে  অক্টোবর/২০২৩ মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা মহোদয়। উক্ত কল্যাণ সভায় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে গমনরত দুই জন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয় । অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা পুলিশ সুপার মহোদয় মনযোগ সহকারে শোনেন এবং তৎসংশ্লিষ্ট ইনচার্জগনকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন।

পরবর্তীতে পুলিশ অফিস, মাগুরার সম্মেলন কক্ষে সেপ্টেম্বর/২০২৩ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা মহোদয়। উক্ত অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা মূলক বিষয় আলোচনা করেন ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা; জনাব মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),মাগুরা; জনাব দেবাশীষ কর্মকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মাগুরা; জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ সহ ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget