ফরিদপুর প্রতিনিধি :
লাখো মানুষের উপস্থিতিতে ফরিদপুরের সদরপুরে জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।
জাকের পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী।
এসময় তিনি বলেন, মানুষ হত্যা করা কোনো রাজনীতি হতে পারে না। যারা দেশবাসীকে উশৃঙ্খলতা শেখায় যুবসমাজকে পঁচায় সেটা রাজনীতি নয় শয়তানের আখড়া। তিনি বলেন, ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠায় নীতি নৈতিকতা থাকতে হয়।
বৃহস্পতিবার দিনভন অনুষ্ঠিত নানা আয়োজনে অংশ নিতে এর আগে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ সমাবেশ স্থলে হাজির হন। তারা সেখানে ওয়াক্তিয় নামাজের পাশাপাশি বিশেষ ইবাদত করেন। #
একটি মন্তব্য পোস্ট করুন