ফরিদপুর প্রতিনিধি :
আমরা অনেকেই মনোনয়ন প্রত্যাশী কিন্তু জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা দিবেন তার হয়ে কাজ করে আমরা সবাই নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবো। বাংলাদেশ আওয়ামী লীগ’র সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শুক্রবার বিকালে উপজেলার সাতৈর বাজারে আয়োজিত আলোচনা সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহ্মুদা বেগম কৃক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো রাজাকারের গাড়ীতে আর জাতীয় পতাকা দেখতে চাইনা। যারা আগুন সন্ত্রাস করে, মানুষের জানমালের ক্ষতি করে তাদেরকে রাষ্ট্রিয় ক্ষমতায় দেখতে চায়না এদেশের মানুষ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নারীরা সম্মানিত হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতাসহ বিভন্ন ধরনের ভাতা চালুর মাধ্যমে নারীদের সামাজিক নিরাপত্তার আওয়ায় এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এই নারী সমাজকে বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী সমাজের উন্নয়নে শেখ হাসিনাকেই দরকার, কারণ শেখ হাসিনাই এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি, নিশ্চিত করেছেন তাদের অধিকার। তাই আগামী নির্বাচনে তিনি শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সৈয়দ শাহিনুর রহমান সজল।
অনুষ্ঠানে উপস্থিত নারীরা আসন্ন নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। #
একটি মন্তব্য পোস্ট করুন