ফরিদপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
দিসবটি উপলক্ষে সকালে ঐতিহাসিক অম্বিকা হলে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পন করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কোতয়ালী আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগও ও আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠন, প্রেসক্লাবছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংস্থা পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এসয় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজজামান, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ সভাপতি মো. শামীম হক উপস্থিত ছিলেন। #
একটি মন্তব্য পোস্ট করুন