Halloween Costume ideas 2015

ফরিদপুরের আওয়ামী রাজনীতির পর্ব- ২ : দুঃসময়ের যোদ্ধা যারা (মন্তব্য প্রতিবেদন)


বিজয় পোদ্দার :

ফরিদপুর: মুক্ত করো সবার মাঝে/যুক্ত করো শ্বাশতে........। সময় কালের পরিক্রমায় ইতিহাস তার ধারাবাহিকতায় চলে। ক্ষমতার পালা-বদলে হয়তো কখনো, কখনো তা বিভ্রান্ত করার চেষ্টা চলে। কিন্তু তা স্থায়ী নয়। ফরিদপুরের লড়াই সংগ্রামে আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, আদর্শ, প্রজ্ঞায় উজ্জীবিত হয়েছেন অনেকে। অনেকে আছেন, অনেকে প্রয়াত হয়েছেন। ১৯৬৮-৬৯ সালে বাঙালীর মুক্তির সনদের সংগ্রাম ৬ দফার নানা সভা-সমাবেশ শহরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে যারা জমায়েত করতেন, নেতা-কর্মীদের সভা করতেন, তাদের অন্যতম একজন শ্রদ্ধেয় স্বর্গীয় গৌর চন্দ্র বালা। যিনি যুক্তফ্রন্টে বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদের খাদ্য মন্ত্রী ছিলেন। তাদের সাথে তখন লড়াই, সংগ্রামে ছিলেন মরহুম ফিরোজার রহমান মাস্টারসহ অসংখ্য শ্রদ্ধেয় নেতৃবৃন্দ। আজ তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও শ্রদ্ধাঞ্জলি।


রাজনৈতিক কর্মকান্ডের ধারাবাহিকতায় এ জেলার সংগ্রামী ইতিবৃত্তে আরও ছিলেন জেলা আওয়ামীলীগের টানা ২৮ বছর দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা বাবু সমীর কুমার বোস, ১৯৭৩ সালে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় প্রতিভায় ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, লোকমান হোসেন মৃধা, মরহুম আব্দুল হাই মিয়া, মরহুম সোলায়মান মিয়া, মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ ভাঙ্গার মরহুম হায়দার হোসেন, জেলা আওয়ামীলীগের বর্তমান সহ-সভাপতি গেরদা ইউ,পি পরিষদ চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদসহ তৎকালীন সময়ের ত্যাগী নেতৃবৃন্দদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। তাদেরই রাজনৈতিক ধারায় ফরিদপুরে আওয়ামীলীগ সুসংগঠিত হয়েছে। তৈরী হয়েছে মরহুম হাসিনবুল হাসান লাবলু, বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, মহিলা আওয়ামীলীগের নেত্রী নাজনীন হায়দার, আইভি মাসুদসহ অনেকে। সংগ্রামের ঘাম ভেজা প্রহরগুলো নেতা-কর্মীদের প্রাণে বঙ্গবন্ধুর আদর্শের ইচ্ছের স্বপ্ন গড়েছে। সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রার সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সমস্ত প্রতিকুলতার সাথে যুদ্ধ করে করে পথ চলা নেতৃবৃন্দদের আবারও ফরিদগপুরের রাজপথে মাঠে, ময়দানে মানুষের কল্যাণেই আনা দরকার। সময় কালে দূর্যোগ আসে আদর্শিক চেতনার ধারায় শুদ্ধতার সূর্য কিরণে সমস্ত গ্লানি আর প্রতিবন্ধকতার প্রাচীর ভেঙে যায়। আছে ক্ষত, আছে ব্যথা। তারপরও স্বপ্ন ভাঙা দহন জ্বালার মর্মর বেদনায় জননী শেখ হাসিনার মর্ম বাণীর অমৃত শুধায় আবারও জাঁগতে চায়। চাই ফরিদপুর আওয়ামী লীগ হোক অনুপ্রবেশকারী মুক্ত। সে দিনের নেতৃবৃন্দের পরিবারের স্বজন-সন্তানরা আমাকে জানিয়েছে অনেক ক্ষত, ব্যথার গল্প লিখার জন্য। বিজয় পোদ্দার আপনাকে অভিবাদন। আমি এই লেখায় কী পেলাম? কী পেলাম না? তা নিয়ে ভাবছি না। একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মী হিসেবে আমার মনের বাসনা আর মানুষের চাওয়া-পাওয়ার কিছু তুলে ধরার চেষ্টা করছি মাত্র। ধারাবাহিকতা বজায় রাখতে পাবো কিনা জানিনা? যদি অশুভ শক্তির সন্ত্রাসী থাবা আমাকে ব্যাহত না করে আমি চেষ্টা করে যাবো নিরন্তর। আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আজ এইটুকুই থাকলো। ৩য় পর্বে আরও বিস্তর ইতিহাস ও তথ্য উপস্থাপনের চেষ্টা করবো।
বি:দ্র: ফরিদপুর আওয়ামীলীগের দুঃসময়ে যোদ্ধা ধারাবাহিকভাবে লিখবো। কারো কাছে কোন তথ্য, ছবি, ইতিবৃত্ত থাকলে দিয়ে সাহায্য করুন। অথবা মেইলে পাঠান: নরলড়ুভঢ়ঁৎ@মসধরষ.পড়স.

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget