ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা থানার এক মামলায় লিবিয়ায় মানবপাচার চক্রের সক্রিয় এক সদস্য এনামুল হক গাজী (৪২) কে আটক করেছে সালথা থানা পুলিশ। সালথা থানার একটি টিম মঙ্গলবার (২জুন) ভোর রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোয়ালা ইউনিয়নের গোয়ালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আরো খবর : https://www.channel100live.com/2020/06/blog-post_71.html
আটককৃত এনামুল ওই ইউনিয়নের মুনিরকান্দী গ্রামের মোঃ হোসেন গাজীর পুত্র। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সালথা থানার বল্লভদি ইউনিয়নের আলমপুর গ্রামের কবির শেখের ছেলে কামরুল শেখ লিবিয়ার মিজদা শহরে মানবপাচারকারীদের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা কবির শেখ বাদী হয়ে সোমবার ৬ জনের বিরুদ্ধে সালথা থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর মঙ্গলবার ভোররাতে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য এনামুলকে গোয়ালা বাজার এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে আসামি এনামুল হক মামলার অন্যান্য আসামিদের সাথে পরস্পর যোগসাজসে নিহত কামরুল শেখকে অবৈধ পথে লিবিয়া পাঠানোর জন্য বাদির কাছ থেকে টাকা গ্রহণের ঘটনায় জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া গেছে।এছাড়াও আসামিরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন এলাকার যুবককে প্রলোভন দিয়ে লিবিয়া পাঠিয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা নিউজনাউকে বলেন, আমরা জানতে পারি, গত ২৮ মে লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬জন বাংলাদেশি নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন ১১ জন বাংলাদেশি। নিহত ২৬ জনের মধ্যে একজনের বাড়ি সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নে। সে যে মানবপাচারকারী বাহীনির স্বীকার হয়ে লিবিয়ায় পাচার হয়েছিলো। এই মর্মে ভিকটিমের বাবা বাদি হয়ে ৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন। এনামুল হককে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোয়ালা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আশা করছি অচিরেই, অপর আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন