Halloween Costume ideas 2015

বিদ্যুৎ শ্রমিক আন্দোলন : ফরিদপুরের সাথে যোগ দিলেন ১৫ জেলার শ্রমিকরা

 

ফরিদপুর প্রতিনিধি :

বয়সসমীমা শিথিল করে শুন্য পদের বিপরীতে চাকুরী স্থায়ীকরণ করে বৈষম্য দূর করার দাবীতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে কর্মরত পিচরেট কর্মচারী ও লাইন সাহায্যকারীদের (গ্যাটিস) ষষ্ট দিনের কর্মবিরতী আন্দোলনে ফরিদপুর জেলার সাথে যোগ দেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার শ্রমিকরা।

https://www.cpmrevenuegate.com/qwdp0avh0?key=518b71f1324f28ac4db47f2ea9a3f3a1

শনিবার সকালে ওজোপাডিকো, ফরিদপুর জোনের কার্যালয়ে এতদাঞ্চলের কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী ও ফরিদপুর জোনের ১৫টি জেলার কয়েকশত শ্রমিক কর্মবিরতী কর্মসূচী পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন। 

তারা দাবী করেন, কর্মরত পিচরেট কর্মচারীরা চাকুরীর বয়স ভেদে এই উর্দ্ধমূল্যের বাজারে মাত্র তিন থেকে ছয় হাজার টাকায় এবং লাইন সহকারীরা (গ্যাটিস) শুধুমাত্র আশ্বাসের ভিত্তিতে বিনা বেতনে দিনের পর দিন কাজ করে মানবেতর জীবন যাপন করছেন। তারা জানান, ১৬ লাখ গ্রাহকের বিদ্যুত সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে যেখানে চার হাজার শ্রমিকের প্রয়োজন, সেখানে মাত্র চারশ ৮৫ জন শ্রমিক দিন রাত কাজ করে গ্রাহক সেবা নিশ্চিত করছেন। তারপরও শ্রমের কাঙ্খিত মূল্য পাচ্ছেন না তারা। আন্দোলনকারীরা বিদ্যুত বিভাগের শুন্য পদের বিপরীতে নিয়োগ দানের মাধ্যমে সমস্যা ও বৈষম্য দূরী করণের দাবী জানান। অন্যথায় কর্মসূচী প্রত্যাহার করা হবেনা বলেও হুশিয়ারী উচ্চারণ করেন। 


ওজোপাডিকো পিচরেট শ্রমিক কল্যান সমিতির কেন্দ্রিয় ও ফরিদপুর সার্কেলের সভাপতি মো. দেলোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জামান হোসেন, ফরিদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন মোল্লা ছাড়াও বিভিন্ন সার্কেলে কর্মরতদের পক্ষে শুকুর আলী শরীফ, মো. শফিকুল ইসলাম, ইমামুল ইসলাম রকি, মো. মশিউর রহমান, টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ রানা, হারুন অর রশীদ, মনিরুল আসলাম ও তারেক রহমান বক্তব্য রাখেন। # 


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget