ফরিদপুর প্রতিনিধি :
অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঈদ উপহার বিতরন করেছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ। শুক্র ও শনিবার জেলার নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিতদের মাঝে এসব ঈদের উপহার তুলে দেন জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ও রিয়া- রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুস সোবহান। এ সময় উপকারভোগীদের মাঝে উন্ন মানের জামদানি শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি। এ বিষয়ে কাজী আব্দুস সোবহান বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্ধেশনা মোতাবেক সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার তুলে দিচ্ছি। তিনি জানান, প্রতি বছরের ন্যায় এবছরও জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের ব্যনারে আমরা ঈদ উপহা মানুষের হাতে তুরে দিচ্ছি। তিনি আরো বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার একটাই লক্ষ্য অসহায় মানুষের সেবা করা, তাদের সুখ দুঃখে পাশে থাকা। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ সব ঈদ উপহার বিতরন করা হচ্ছে। তিনি আগামীতেও মানুষের জন্য সেবামূলক কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় জেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি কাজী সুমন, মিজানুর রহমান তালুকদার, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের আহব্বায়ক মেজাবাউদ্দিন মিঠু, যুগ্ন আহব্বায়ক হৃদয় খান সুমন, ছাত্রলীগনেতা কাজী আনিচুর রহমান তানভীরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #
একটি মন্তব্য পোস্ট করুন