ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালি প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দদের হামলার দুই নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় রিউমার ছড়িয়ে হামলায় নেতৃত্বদানকারী মূল হোতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাতে ফরিদপুর জেলা পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম জানান, মন্দিরে অগ্নি সংযোগের ঘটনায় নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। তবে তিনি জানান আগুন যেভাবেই লাগুক না কেন তা তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ সুপার বলেন প্রতিমায় অগ্নি কান্ডের ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে রিউমার ছড়িয়ে পড়ে, এবং শত শত মানুষ রিউমারের কারণে বিক্ষুব্ধ হয়ে হামলায় অংশ নেয়। তিনি দাবী করেন, এই রিউমার ছড়িয়ে হামলায় নেতৃত্বদানকারীকে এরই মধ্যে আটক করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে আটক ব্যাক্তির নাম প্রকাশ করেননি তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ ঘটনায় একাধিক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। একটি প্রতিমায় আগুনের ঘটনায়, আরেকটি রিউমার ছড়িয়ে হামলা চালিয়ে দুই ম্রমিককে হত্যা ও অপর পাঁচ শ্রমিককে আহত করার ঘটনায় এবং আরেকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজে বাঁধাদান ও তাদের আহত করার ঘটনায় মোট তিনটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার জানান এই ঘটনায় সঠিকভাবে মামলা ও তদন্তের প্রকৃত অপরাধিদের আইনের আওতায় আনা হবে।
সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হোসাইন ও মো. সালাউদ্দিন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
একটি মন্তব্য পোস্ট করুন