ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলা চারটি আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়ন দখিল করেছেন। প্রতিটি আসনেই রয়েছেন হেবি ওয়েট প্রার্থী। যদের মধ্যে একজন নারী প্রার্থী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম কৃক মনোনয়ন পত্র দাখিল করেছেনস ফরিদপুর-১ আসনে।
বৃহস্পতিবার মধুখালীতে সহকারী রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন দাখিল করার পর দুপুর থেকে রাত পর্যন্ত কয়েকশ গাড়ীর বহর নিয়ে আসনভুক্ত তিনটি উপজেলায় মোটর শোভাযাত্রা করেন।
সন্ধায় বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি নারী সমাজের উন্নয়নে কাজ করবেন বলে জানান।
ফরিদপুরের চারটি আসনে মোট ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ফরিদপুর-১ আসনে সাত জন, ফরিদপুর-২ আসনে চার জন, ফরিদপুর-৩ আসনে আট জন এবং ফরিদপুর-৪ আসনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হেভিওয়েট প্রার্থীদের ফরিদপুর-১ আসনে প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান (আওয়ামীলীগ), ফরিদপুর-২ আসনে জেলা আ’লীগ সভাপতি শামীম হক (আওয়ামীলীগ) ও শিল্পপতি একে আজাদ (স্বতন্ত্র), ফরিদপুর-৩ আসনে সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু (আওয়ামীলীগ) ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া (স্বতন্ত্র) ও ফরিদপুর-৪ আসনে প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ (আওয়ামীলীগ) এবং যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন (স্বতন্ত্র)। #
একটি মন্তব্য পোস্ট করুন