Halloween Costume ideas 2015

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় মারা গেলেন


ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, মুক্তিযোদ্ধা  লোকমান হোসেন মৃধা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) বেলা ১১ টার দিকে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার লোকমান হোসেন মৃধার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

লোকমান হোসেন মৃধা গত ২৩ জুন করোনার উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হন। সেখানে রিপোর্ট পজিটিভ হলে তাকে করোনা ডেডিকেটেড ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে তাঁর অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে সেখানে শুক্রবার তাঁর মৃত্যু হয়।

এদিকে তাঁর মৃত্যুর খবরে ফরিদপুরের সর্বস্তরের মানুষের মাঝে শোক বিরাজ করছে।

প্রবীন এই নেতার মৃত্যুতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলার রাজনৈতিক দলের নেতাসহ  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শোক জানিয়েছেন।

বিকেলে তাঁর মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে এসে পৌঁছানোর পর জেলা পরিষদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন ফরিপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
#

একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget