Halloween Costume ideas 2015

ফরিদপুরে হাজারো ক্ষুদ্র নারী উদ্যোক্তা আয়োজন করলো প্রধানমন্ত্রীর জন্মদিন



ফরিদপুর প্রতিনিধি : 

বাংলাদেশ আওয়ামী লীগ’র সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কয়েক হাজার ক্ষুদ্র নারী উদ্যোক্তা। শুক্রবার বিকালে উপজেলার সাতৈর বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহ্মুদা বেগম কৃক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নারীরা সম্মানিত হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতাসহ বিভন্ন ধরনের ভাতা চালুর মাধ্যমে নারীদের সামাজিক নিরাপত্তার আওয়ায় এনেছেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এই নারী সমাজকে বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব নয়। তাই নারী সমাজের উন্নয়নে শেখ হাসিনাকেই দরকার, কারণ শেখ হাসিনাই এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি, নিশ্চিত করেছেন তাদের অধিকার। তাই আগামী নির্বাচনে তিনি শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান। অনুষ্ঠানে উপস্থিত নারীরা আসন্ন নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

MKRdezign

{facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google-plus#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget